তৈলাক্ত ত্বক ও ব্রণ থেকে মুক্তি পান মুহূর্তেই
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার
ত্বকের যত্ন প্রত্যেকেই নিয়ে থাকেন। আর ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে তো ভোগান্তির শেষ নেই। তৈলাক্ত ত্বকে খুব সহজেই ধুলো-ময়লা জমে যায়। যার ফলে ত্বকে ব্রণ ও র্যাশ দেখা দেয়। তবে আপনি জানেন কি, ঘরোয়া তৈরি ফেস প্যাকের মাধ্যমেই তৈলাক্ত ত্বকের থেকে সহজেই মুক্তি পেতে পারেন। তাহলে জেনে নিন-
হলুদের মিশ্রণ
হলুদ এক চিমটি ও চন্দন গুড়োর সঙ্গে সামান্য পানি বা দুধ মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
গোলাপজল ও চন্দন কাঠ
চন্দন কাঠের পেস্টের সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।
দারুচিনি ও লেবুর রস
দারুচিনি গুঁড়ো, সামান্য লেবুর রস ও মধু কয়েক ফোঁটা দিয়ে পেস্ট তৈরি করুন। এটি প্রতিদিন ব্রণের উপর লাগান। কমপক্ষে এক ঘন্টা রেখে দিন।
মুলতানি মাটি ও গোলাপজল
মুলতানি মাটি, গোলাপজল ও লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি সপ্তাহে দুই বা তিনবার মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ব্রণ থেকে মুক্তি পেতে সহায়তা করবে। ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তুলবে।