সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারল স্বামী-শ্বশুর-শাশুড়ি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

তিন তালাক দেয়ার পর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যাওয়ায় ৫ বছরের মেয়ের সামনে নারীকে পুড়িয়ে মারল তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ভারতের উত্তর প্রদেশের শ্রাবস্তীর গদ্রা গ্রামে এই ঘটনা ঘটে। 

২৬ বছরের নাফিস মুম্বাইয়ে কাজ করতেন।  ওই নারীর বাবা রমজান খানের অভিযোগ, ৬ আগস্ট টেলিফোনে তার মেয়ে সায়িদাকে তিন তালাক দেয় স্বামী নাফিস। সাইদা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি।  স্বামী মুম্বাই থেকে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে বলে পুলিশ। ১৫ আগস্ট নাফিস ফিরলে পুলিশ দম্পতিকে ডেকে পাঠায়। তাদের সঙ্গে কথা বলার পর সায়িদাকে তার স্বামীর সঙ্গে থাকতে বলে পুলিশ।' 

সায়িদার মেয়ে ফাতিমা পুলিশকে জানিয়েছে, শুক্রবার বাবা নামাজ পড়ে এসে মাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। সে তিন তালাক দিয়েছে মাকে। এরপরই শুরু হয় ঝগড়া। দাদা আজিজুল্লাহ, দাদি হাসিনা, ফুফু গুড়িয়া ও নাদিয়া আসে। বাবা মায়ের চুল ধরে পেটাতে থাকে। ফুফুরা কেরোসিন ঢালে মায়ের গায়ে। দাদা-দাদি মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয়। 

পুলিশ সায়িদার  মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। 

সায়িদার ভাই রফিক জানিয়েছেন, পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। শ্রাবস্তীর এসপি জানিয়েছেন, নাফিস ও তার পরিবারের বিরুদ্ধে খুন, যৌতুকের দাবিতে হেনস্থার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তিন তালাকের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। কেন পুলিশ ওই নারীর অভিযোগ দায়ের করেনি, তাও তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।