সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাইনি সন্দেহে নারীকে গণপিটুনি শেষে খাওয়ানো হলো মল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ডাইনি সন্দেহে গণপিটুনির শিকার হলেন ৩৫ বছরের এক নারী। শুধু গণপিটুনিই নয়, তাকে জোর করে মানুষের মলও খাওয়ানো হয় বলে পুলিশ সূত্রে খবর। 

ঘটনাটি ঘটে রোববার নেপালের মহোত্তারি জেলার বীর্তা গ্রামে। 

এই ঘটনায় অভিযুক্ত এই গ্রামেরই একদল নারী। এলাকার এসপি শ্যামকৃষ্ণ অধিকারি জানিয়েছেন, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ওই গ্রামের পাঁচজন নারীর নাম জানা গেছে যারা এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিলেন। গ্রামবাসীদের সাহায্য নিয়ে অভিযুক্তদের চিহ্নিত করতে পেরেছে পুলিশ। 

ওই পাঁচজনের মধ্যে দু’‌জন অভিযুক্ত, রাজেশ্রী আনুয়ার ও সুখেশ্বরী দেবীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

 

ডাইনি সন্দেহে কাউকে নিগ্রহ করা বা গণধোলাই দিয়ে মেরে ফেলার ঘটনা হামেশাই ঘটছে নেপালের বিভিন্ন অংশে।