সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বালু চুরির অপরাধে পর্যটক দম্পতির জেল!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২১ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ভূমধ্যসাগরীয় দ্বীপ সারদিনিয়ায় বালু চুরির অপরাধে অভিযুক্ত হয়েছে এক ফরাসি পর্যটক দম্পতি। তারা সেই দ্বীপ থেকে ৪০ কেজি সাদা বালু নিজেদের গাড়িতে বোঝাই করে নিয়ে যাবার সময় দ্বীপটির পুলিশের হাতে আটক হন। 

দ্বীপটির আইন অনুযায়ী এ ঘটনায় তাদের সর্বোচ্চ ছয় বছরের জেল ও আর্থিক দণ্ড হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

পুলিশ জানায়, তারা অভিযুক্ত দম্পতির গাড়ি তল্লাশি করে বেশ কয়েকটি প্লাস্টিকের বোতলের মধ্যে এই বালিগুলো পান। দম্পতিটি সে সময়ে ফেরিতে করে ফ্রান্সে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছিলো।

 

তবে অভিযুক্ত দম্পত্তি দাবি করেছে তারা এগুলো চুরির উদ্দেশ্যে সংগ্রহ করেনি আর এই শাস্তির ব্যাপারেও কিছু জানতেন না। শুধুমাত্র তাদের ভ্রমনের নিদর্শন স্বরুপ এই বালি সংগ্রহ করেছিলেন তারা।

সারদানিয়ার সৈকতের সাদা বালুর খ্যাতি বিশ্বজুড়ে। এই বালু দ্বীপটির রাষ্ট্রীয় সম্পদ। এটি চুরি করে নিয়ে যাওয়া সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় একটি অপরাধ। 

২০১৭ সালের আইন অনুযায়ী দ্বীপটি থেকে কেউ সাদা বালু সহ নুরি পাথর ও ঝিনুক কুড়িয়ে নিলে তার সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ ছয় বছরের জেল ও সঙ্গে ৩ হাজার ইউরো অর্থ জরিমানা হতে পারে।