তোপের মুখে সোনম কাপুর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
আমি অর্ধেক সিন্ধি, অর্ধেক পেশোয়ারের লোক। এই মন্তব্যের জন্যই এবার নেটিজেনদের তোপের মুখে পড়লেন বলিউডের অভিনেত্রী সোনম কাপুর। অনেকেই দেশ ছাড়ার পরামর্শও দিয়েছেন৷ কেউ আবার দাউদ ইব্রাহিমের সঙ্গে সোনামের বাবা অনিল কাপুরের একটি পুরনো ছবিও পোস্ট করেছেন। যার পাল্টা জবাবও দিয়েছেন সোনম।
ঘটনার সূত্রপাত বিবিসিকে দেয়া সোনমের একটা সাক্ষাৎকারকে কেন্দ্র করে। যেখানে কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলুপ্তি নিয়ে নিজের মনের কথা প্রকাশ করেন সোনম। এই বিষয়ে প্রশ্ন করা হলে, কোনো বিতর্কে যেতে চাননি তিনি। সাফ বলেন, ৩৭০ ধারা সম্পর্কে প্রচুর জ্ঞান নেই আমার। বিষয়টি খুবই স্পর্শকাতর। এই সম্পর্কে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সংবাদ পড়েছি। আমি একজন দেশভক্ত৷ তাই বিতর্কে না গিয়ে চুপ থাকাই ভালো।
এখানেই শেষ নয়, রাজনৈতিক কারণে কাশ্মীরে মতো ভূস্বর্গকে যেভাবে দিনের পর দিন ভুগতে হচ্ছে, তা দুঃখজনক বলেও দাবি করেন অভিনেত্রী। এরপরই নিজেকে অর্ধেক পেশোয়ার ও অর্ধেক সিন্ধি বলে দাবি করেন সোনম। আর অভিনেত্রীর এই সমস্ত মন্তব্যকে ঘিরেই আক্রমণ করলো নেটিজেনদের একাংশ।
কেবল সোনম নয়, নিশানা করা হল তার বাবা অনিল কাপুরকেও। ভারতের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে অনিল কাপুরের ছবি পোস্ট করে, আক্রমণ করেন অনেকে। তবে চুপ থাকেনি সোনম কাপুরও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সমালোচকদের একহাত দিলেন স্পষ্টবক্তা এই অভিনেত্রী। বিভ্রান্তি না ছড়িয়ে, সমালোচকদের নিজের কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর মুখ খুলেছেন একাধিক বলি তারকা। এই ইস্যুতে একদিকে যেমন সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন অনুপম খের, কঙ্গনা রানাউত, রবিনা ট্যান্ডন, বিবেক অগ্নিহোত্রীর মতো অভিনেতা ও পরিচালকরা। তেমনই সরকারের সমালোচনা করেছেন অনুরাগ কাশ্যপসহ একাধিক ব্যক্তিত্বও।