মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘রোহিঙ্গাদের যারা নিরুৎসাহিত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫৪ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় বিষয়টিকে দুঃখজনক মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, মিয়ানমারে না ফিরতে রোহিঙ্গাদের উৎসাহ দিয়ে যারা লিফলেট বিতরণ, ইংরেজিতে সাইনবোর্ড সরবরাহ ও প্রচারণা চালিয়েছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।

আজ স্বল্প পরিসরে হলেও প্রত্যাবাসন শুরুর আশা করা হয়েছিল জানিয়ে ড. মোমেন বলেন, আমরা এখনো উচ্চ আশা নিয়ে অপেক্ষা করছি। মিয়ানমার এ সমস্যা সৃষ্টি করেছে এবং এর সমাধানও তাদের ওপরে। আমরা জোর করে কিছু করতে চাই না।

রাখাইনের উন্নতি দেখতে প্রয়োজনীয় পদক্ষেপসহ সেখানে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে কি না তা পরিদর্শনে বিভিন্ন দেশের মানুষদের নিয়ে একটি কমিশন গঠনের কথা ভাবছেন বলেও জানান তিনি।

মিয়ানমারের প্রমাণ করা উচিত যে সেখানে উন্নয়ন হয়েছে এবং শান্তি বিরাজ করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার মাঠপর্যায়ে পরিস্থিতি দেখতে সাংবাদিকদেরও নিয়ে যেতে পারে। মিয়ানমার যদি সৎ হয়ে থাকে তাহলে তাদের এগিয়ে আসা এবং রাখাইনে পরিস্থিতি দেখার জন্য প্রবেশাধিকার দেয়া উচিত।

 

রোহিঙ্গাদের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের (রোহিঙ্গা) উচিৎ নিজ দেশে ফিরে গিয়ে দাবি আদায় করা।

স্থানীয় ও আন্তর্জাতিকভাবে তহবিলের সরবরাহ কমে আসার ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, এর ফলে এখন আরামে থাকা রোহিঙ্গাদের জন্য হয়তো সামনে সমস্যা হবে। নিজেদের ভালো ভবিষ্যতের জন্য তাদের ফিরে যাওয়া উচিত।

রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে নিজ দেশে ফেরত পাঠাতে সরকারের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।