মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৫ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর উপায় হচ্ছে তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা।

বৃহস্পতিবার রাজধানীর বিসিএসসিএল মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবন, ইতিহাস ও উত্তরণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অভ্যূদয়ের ইতিহাস রচনা করেছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে।

তিনি আরো বলেন, একাত্তরের পরাজিত শত্রু এবং তাদের দোসররা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র করছে। কারণ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক, এটি তাদের সহ্য হয় না।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।