লিভারের ২৫ শতাংশ কার্যকারিতা নিয়ে বেঁচে আছেন অমিতাভ!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১০ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
খবরটি আঁতকে ওঠার মতো হলেও সত্য। বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অমিতাভ বচ্চনের লিভারের ৭৫ শতাংশই অকেজো হয়ে গেছে। গত ২০ বছরেরও বেশি সময় ধরে লিভারের অসুখ হেপাটাইটিস বি-তে ভুগছেন তিনি। লিভারের শুধুমাত্র ২৫ শতাংশ কার্যকারিতা নিয়ে বর্তমানে বেঁচে আছেন মেগাস্টার অমিতাভ।
এসব তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অমিতাভ নিজেই। কেবল তাই নয়। তিনি দীর্ঘ আট বছর ধরে যক্ষ্মা রোগের সঙ্গে যুদ্ধ করছেন।
হেপাটাইটিস বি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইউনিসেফ। সেই অনুষ্ঠানে এসেই এই কথা জানালেন বিগ বি।
এ অনুষ্ঠানে অমিতাভ জানান,‘কুলি’ ছবির শ্যুটিংয়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি। তখন প্রায় ৬০ বোতল রক্ত দিতে হয়েছিল তাকে। কোনো এক রক্তদাতা হেপাটাইটিস বি–তে আক্রান্ত ছিলেন। সেই ব্যক্তির রক্তের মাধ্যমেই রোগের জীবাণু বিগ বি–র যকৃতকে সংক্রামিত করে। ২০০০ সাল পর্যন্ত কিছুই বুঝতে পারেননি অমিতাভ। একদিন চিকিৎসকের কাছে সাধারণ পরীক্ষা–নিরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে রোগটি। ততদিনে তার যকৃতের ৭৫ শতাংশ নষ্ট করে ফেলেছে হেপাটাইটিস বি।
অনুষ্ঠানে খ্যাতিমান এ অভিনেতা আরো বলেন, ‘আমি যে রোগে আক্রান্ত, একই সমস্যায় যে কেউ- কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারেন।’ তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি।
কয়েক বছর ধরেই হেপাটাইটিস বি, পোলিও, যক্ষ্মা ও ডায়াবেটিস সম্পর্কে সচেতনতামূলক প্রচারে যুক্ত বিগ বি।