মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪   কার্তিক ২০ ১৪৩১   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কী কারণে আপ্লুত অক্ষয়!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৮ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘মিশন মঙ্গল’। যেখানে বলিউডের খিলাড়ি কুমারের চরিত্র ছিলো একজন মহাকাশ বিজ্ঞানীর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র মঙ্গলে ‘মঙ্গলযান’ পাঠানোর সত্য কাহিনী নিয়েই এই ছবি। 

এদিকে ছবির মুক্তির পরেই আট বছরের বাচ্চার কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেলেন অক্ষয় কুমার। 

শেয়ার করা ছবিতে দেখা যায়, সাদা বোর্ডে হিন্দি হরফে ‘মঙ্গল’ লিখে নীচে রকেট, চাঁদ এবং সূর্যের ছবি এঁকেছে গোলাপি জামা পরা বাচ্চাটি। মুখে মিষ্টি হাসি।

 

 

অক্ষয় নিজের টুইটারে বাচ্চা মেয়েটির ছবি দিয়ে লিখেন, এই ছবিটি আমার দিন ভাল করে দিয়েছে। নতুন প্রজন্মকে বিজ্ঞানে উৎসাহিত করা ‘মিশন মঙ্গল’ ছবির প্রধান উদ্দেশ্য ছিল। বক্স অফিস কাউন্ট নয়। বাচ্চাটির হাতে আঁকা ছবিটিই আমার পরম প্রাপ্তি।

মিশন মঙ্গল ছবিটি ইতোমধ্যেই বক্স অফিসে জোরদার সাফল্য লাভ করেছে। অক্ষয় কুমারের পাশাপাশি বলিউডের মহিলা ব্রিগেড, অর্থাৎ বিদ্যা বালান, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, সোনাক্ষী সিনহা এবং নিত্যা মেনন এদের অভিনয়ও নজর কেড়েছে সকলের।