আন্তর্জাতিক চিত্রকলা উৎসবে বিপাশা হায়াত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
প্রতিভা বিষয়টি অনেক মানুষের মাঝেই থাকে, তবে খুব কম মানুষই এর সঠিক পরিচর্যা করতে পারে। সব প্রতিভাবান মানুষই জীবনে সফলতা পান না। এক্ষেত্রে একটু আলাদা অভিনেত্রী বিপাশা হায়াত। যখন যে কাজটি করেছেন সফল হয়েছেন। বহু গুণে গুণান্বিত তিনি। অভিনয়ের সব মাধ্যমেই সফল তিনি। প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন চিত্রশিল্পী হিসেবেও। এবার ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক চিত্রকলা উৎসবে যোগ দিবেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, আগামী মাসে এ উৎসবটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আয়োজক কর্তৃপক্ষ আমার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগে থেকেই কোনো চিত্রকর্ম তৈরি করছি না। ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানে উৎসব চলাকালীন আমি ছবি আঁকবো। সাত দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশ থেকে আরো একজন চিত্রশিল্পী যোগ দেবেন।
দেশের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে বিপাশার চিত্রকর্ম স্থান পাচ্ছে। অন্যদিকে অভিনয়ে এখন আর নিয়মিত নন তিনি। তবে টেলিভিশন বিজ্ঞাপনে মাঝে মধ্যেই অভিনয়ে দেখা যায় তাকে। এছাড়া নাট্যকার হিসেবে নিয়মিতই নাটকের গল্প লিখছেন এ অভিনেত্রী। গত ঈদে আরটিভিতে বিপাশার লেখা ‘স্বর্ণলতা’ নামের একটি নাটক প্রচার হয়েছে। তৌকীর আহমেদের পরিচালনায় নাটকটি দর্শকমহলে প্রশংসিতও হয়েছে।