সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুষ্টু বালককে চড় দেয়ায় শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন অভিভাবক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৭ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

শিশু শ্রেণির ছাত্র। ক্লাসে সাধারণত দুষ্টুমি করেই। দুষ্টু ওই বালককে চড় মেরেছিলেন প্রাথমিক শিক্ষক। আর তাতেই ক্ষেপে আগুন অভিভাবক। শিক্ষককে বেদম প্রহার করেন তিনি। গুরুতর আহত অবস্থায় সেই শিক্ষককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের নবাবহাট প্রাথমিক বিদ‍্যালয়ে।

স্কুল সূত্রে জানা যায়, শিশু শ্রেণীর এক ছাত্র দুষ্টুমি করছিল ক্লাসে। অন্য ছাত্রদের বিরক্ত করছিল সে। তাই দেখে শিক্ষক তাকে চড় মারে। পরে বাড়ি গিয়ে ওই শিশু তার বাবাকে বিচার দেয়। পরে সেই শিশুর বাবা স্কুল চলকালীন সময়ে এসে শিক্ষককে বেধরক লাঠিপেটা করে। ক্লাস চলাকালীন সময়ে শিক্ষককে মারায়, ক্লাসের পরুয়ারাও ভীত সন্ত্রস্ত হয়ে যায়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন, কিভাবে এক জন অভিভাবক হয়ে শিক্ষককে মারতে পারে? এটা ভাবাই যায় না। স্কুল কর্তৃপক্ষ বিদ‍্যালয় পরিদর্শকের কাছে রিপোর্ট জমা দিয়েছে জানায়। অবশ‍্য এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পরে সেই অভিভাবক তার কর্মকাণ্ডের জন‍্য ক্ষমা চেয়েছেন।