সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, ৩০ সেনা নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নর্দার্ন অ্যালায়েন্সের বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন।

চীন সীমান্তের কাছে উত্তরাঞ্চলের শান রাজ্যে বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রাজ্যের বিভিন্ন স্থানে পৃথক সংঘর্ষে  দেশটির সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী।

মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্রোহীদের হামলায় সেনা সদস্য নিহত হওয়ার খবর অস্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী।

তাদের দাবি, শান রাজ্যের বিভিন্ন স্থানে ৯টি সংঘর্ষ হয়। ৩ থেকে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

আর বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠীর দাবি, সরকারি ৩০ সেনাসদস্য নিহত ও ১৬ সদস্য আহত হয়েছে।