একদিনেই দেশ ছাড়লেন হাজারো সৌদি নারী!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫০ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই সৌদি আরব থেকে একদিনেই এক হাজার নারী দেশ ছেড়েছেন। তবে কোনো নিপীড়ন বা বিরক্ত হয়ে নয়, বিদেশ ভ্রমণের সুযোগ পেয়ে ঘুরতে গিয়েছেন তারা।
সৌদির আল-আরাবিয়ার খবরে বলা হয়, এর আগে সৌদি আরবের নারীরা অভিভাবকদের অনুমতি ছাড়া অন্য কোনো দেশে যাতায়াত করতে পারতেন না।
২ আগস্ট থেকে আইনটি পরিবর্তন করে সৌদি সরকার। এরপর থেকেই পুরুষ অভিবাবক ছাড়াই সৌদি নারীরা নিজেদের মতো বিদেশ ভ্রমণ শুরু করেছেন।
আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, ১৯ আগস্ট একদিনেই সৌদি আরব থেকে এক হাজার নারী তাদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে গিয়েছেন। এটিকে সৌদি আরবের ইতিহাসে ব্যতিক্রমী ও ঐতিহাসিক ঘটনা বলছেন দেশটির নীতিনির্ধারকরা।
সৌদি আরবের সবচেয়ে বড় প্রদেশ ‘আশ-শারকিয়্যাহ’ থেকে এ বিরল ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
প্রতিবেদনে আরো বলা হয়, বিমানবন্দরে পুরুষ অভিভাবকের অনুমতির কাগজ দেখানো ছাড়াই এক হাজার নারী সৌদি আরব ছাড়ার ঘটনায় ইমিগ্রেশন কর্মকর্তারাও বিস্মিত হয়েছেন।
নতুন আইনে ২১ বছরের বেশি বয়সী যেকোনো নারী এখন থেকে কোনো পুরুষ অভিভাবকের অনুমোদন ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
এ আইনের ফলে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সৌদি নারীরা পুরুষের সমকক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন আইনে আরো বলা হয়েছে, এখন থেকে নারীরা তাদের শিশুর জন্মের নিবন্ধন করাতে পারবেন। এ ছাড়া নিজেরা বিয়ে করা বা বিয়ে বিচ্ছেদের অনুমোদন দিতে পারবেন। নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়ানো হয়েছে ওই ফরমানে।