সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মর্গে রাখা লাশের চোখ খেয়ে ফেলেছে ইঁদুর!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৩ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

রাস্তায় পড়ে মাথায় চোট পেয়েছিলেন ৬৯ বছরের শম্ভুনাথ দাস। রোববার তাকে দ্রুত কলকাতার আরজি কর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

শম্ভুনাথের ছেলে সুশান্ত বলেন,ময়নাতদন্তের পর যখন হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহটি হস্তান্তর করে তখন দেখতে পাই, বাবার চোখ নেই।

 

এ বিষয়ে জানতে চাইলে মর্গের কর্মচারীরা বলেন, চোখ ইঁদুরে খেয়ে ফেলেছে। 

এমন অভিযোগে হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের স্বজনরা। মরদেহ নিতে অস্বীকার করেন স্বজনরা। এ ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।    

এ প্রসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল শুদ্ধধন বটব্যাল বলেন, আমরা পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে। 

হাসপাতালের এক কর্মী জানান, মর্গের চারপাশে প্রচুর ইঁদুর রয়েছে। অনেক চেষ্টা করেও ইঁদুরের দৌরাত্ম্য বন্ধ করা যায়নি। 

এই প্রথমবার নয়, এর আগে ২০১৮ সালে কলকাতার এনআরএস হাসপাতালে এক মৃত ব্যক্তির মরদেহ ইঁদুর খেয়ে ফেলে বলে জানা যায়।