যুক্তরাষ্ট্রে কী উদ্দেশ্যে যাচ্ছেন নোবেল?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল। ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে নিজের গানে মাত করেছেন সবাইকে। তবে এবার তিনি পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রে, কেনো জানেন?
নোবেল নিজের কণ্ঠের মুগ্ধতা ছড়াতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে আগামী ৩১ আগস্ট ম্যানচেস্টারের ইষ্ট ক্যাথলিক হাই স্কুলে অনুষ্ঠিত হবে নোবেলের একক সঙ্গীতানুষ্ঠান। এরই মধ্যে সেই কনসার্টের সাধারণ ২০ ও ভিআইপি ৫০ ডলার হারে টিকিট বিক্রিও শুরু হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেদিন বিকেল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
নোবেলের সঙ্গীতানুষ্ঠানের টিকিটের জন্য ৮৬০-৩০৫-১২৬৪, ৮৬০-৯০৬- ৬৮৭০, ৮৬০-৯৭৭-৭৮৭৬ ও ৮৬০-৭২৯-২৩০৮ এই নাম্বারে যোগাযোগ করতে হবে।