চিকিৎসা সেবায় ভারতের চেয়ে ১০২ ধাপ এগিয়ে বাংলাদেশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৪ এএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার
উন্নত চিকিৎসার নামে অনেক বাংলাদেশি ভারতে গেলেও কার্যত চিকিৎসাসেবায় বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে ভারত। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
মেডিকেল জার্নাল দ্য লেনসেটে প্রকাশিত গ্লোবাল বার্ডেন অব ডিসেস নামের শিরোনামের ওই গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়। চিকিৎসা সেবায় লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এমনকি সেবা গ্রহণ ও মানের দিক থেকে তারা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও চীনের চেয়েও পিছিয়ে আছে।
ওই প্রতিবেদনে বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে ৫২, অার ভারতের অবস্থান ১৫৪ দেখানো হয়েছে। শ্রীলঙ্কা ৭৩ এবং চীনের অবস্থান ছিল ৭৪তম স্থানে।
তবে তালিকার শীর্ষ স্থানে রয়েছে সুইজারল্যান্ড এর পরেই যথাক্রমে অবস্থান করছে সুইডেন ও নরওয়ে।
১৯৯০ সাল থেকে ২০১৫ পর্যন্ত সময়ে দেশগুলোর চিকিৎসা সেবার মানের উপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৫ বছরে হেলথ কেয়ার ইনডেক্সে ভারতের স্কোর ১৪ দশমিক ১ পয়েন্ট বেড়েছে। যেখানে ১৯৯০ সালে তা ছিল ৩০ দশমিক ৭ বর্তমানে তা ৪৪ দশমিক ৮ হয়েছে। এছাড়া যক্ষা, ডায়াবেটিস, হার্টের ও কিডনির চিকিৎসার ক্ষেত্রে সেবার উন্নয়নে ভারত প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।