মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথম নারী হিসেবে ফিফার রেফারি হলেন জয়া ও সালমা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

বাংলাদেশের প্রথম নারী হিসেবে ফিফা জয়া চাকমা ও সালমা ইসলাম মনিকে রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে। গতকাল শুক্রবার খবরটি নিশ্চিত করে ফিফা। এখন থেকে ফুটবলের বিশ^ সংস্থাটি আয়োজিত আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করতে পারবেন তারা। 

রাঙ্গামাটির মেয়ে জয়া চাকমা খেলা ছেড়ে ২০১০ সাল থেকে বাঁশি বাজাচ্ছেন ফুটবল মাঠে। এতো দিন দেশের মাঠে এবং দক্ষিণ এশিয়ায় বিভিন্ন টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। সেই সঙ্গে ফিফা রেফারি হওয়ার স্বপ্নও দেখেছেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নারী ফুটবল কোচ জয়া চাকমার। জয়া এবং সালমা দুইজনই আগামী বছরের জানুয়ারি থেকে তালিকাভুক্ত হয়ে যাবেন ফিফার রেফারি হিসেবে।

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার বলেছেন, ‘জয়া চাকমা এবং সালমা ইসলাম মনি দুজনই এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন তাদের নাম পাঠিয়ে দেবো ফিফায়। আগামী বছরের জানুয়ারি থেকে ফিফার তালিকাভুক্ত হয়ে যাবেন তারা।’

এই স্বপ্ন পূরণের জন্য অনেক কষ্ট করেছেন জয়া। দীর্ঘ ১০ বছর ধরে চেষ্টায় স্বপ্নপূরণের পর শুক্রবার রাতে টেলিফোনে জয়া বলেন, ‘আমার যেনো বিশ্বাসই হচ্ছিল না। এর আগে দুইবার পরীক্ষা দিয়েও পাস করতে পারিনি। স্বপ্ন থেকে সরে যাইনি। হতাশও হইনি। অবশেষে আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। এ আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। এবার আমি নিজের ফিটনেস পরীক্ষাটা ভালোভাবে দিয়েছি। চেষ্টা করেছি পাস করতে। শেষ পর্যন্ত আমি পেরেছি।’
জয়া ২০১০ সাল থেকে রেফারি ক্যারিয়ার শুরু করলেও সালমার রেফারি হিসেবে ক্যারিয়ার শুরু ২০১৩ সালে।