উত্তেজনা বাড়িয়ে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০২ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার
আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে দেশীয় প্রযুক্তিতে বানানো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এবং দূর-পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান। বৃহস্পতিবার ‘বাভার-৩৭৩’ নামে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আনুষ্ঠানিক উন্মোচন করেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
বাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্রকে ‘রাশিয়ার এস-৩০০’ ক্ষেপণাস্ত্রের প্রতিযোগী বলে অভিহিত করছে ইরান। এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেন, দূর-পাল্লার এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমরা ৩০০ কিলোমিটারেরও অধিক দূরত্বে থাকা যুদ্ধবিমান বা লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারি। একইসঙ্গে এটি ২০০ কিলোমিটার দূরত্বে থাকা অবস্থায় লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম।
এদিকে, পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা দাবি করেন যে, ইরান প্রায়ই নিজেদের অস্ত্র সক্ষমতা নিয়ে সম্প্রসারণ করে।
জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে নতুন এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্মোচন করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়।