মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় চিড়িয়াখানায় ১১ নতুন অতিথি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০০ এএম, ২৫ আগস্ট ২০১৯ রোববার

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় এক সপ্তাহের মধ্যে যুক্ত হচ্ছে ছয়টি বাঘ, দুইটি ইম্পালা ও তিনটি ক্যাঙ্গারু।        

নতুন অতিথিদের আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি নেয়া হয়েছে। খাঁচা পরিষ্কার ও মেরামতের কাজ শেষ হয়েছে। তিনটি ক্যাঙ্গারু আসার পরই সব প্রাণিকে একসঙ্গে খাঁচায় ছেড়ে দেয়া হবে।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মো. নূরুল ইসলাম বলেন,  কিছুদিনের মধ্যে দর্শনার্থীরা নতুন বাঘ ও ক্যাঙ্গারু দেখতে পাবেন। বাইরে থেকে আনা প্রাণিগুলোর মধ্যে রয়েল বেঙ্গল টাইগার, চিতাবাঘ ও ইম্পালা সাউথ আফ্রিকা থেকে আনা হয়েছে।

 

এক সপ্তাহে বেশ কিছু নতুন অতিথি যুক্ত হয়েছে। সেখানে থাকা জিরাফ, জেব্রা, এরাবিয়ান হর্স ও জলহস্তী বাচ্চা জন্ম দিয়েছে।