মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মার্কিন রাষ্ট্রদূত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১০ এএম, ২৫ আগস্ট ২০১৯ রোববার

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ১ লাখ ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছের মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

শনিবার সকালে জেলার চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউপির নটারকান্দি গ্রামে তিনি এ ঘোষণা দেন।

১ লাখ ডলার জরুরি ত্রাণ সহায়তা প্রকল্পটি কেয়ার বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা সলিডারিটি বাস্তবায়ন করবে। সহায়তা পাবে চিলমারী উপজেলার অষ্টমীর চর ও রমনা ইউপি এবং কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউপির ১ হাজার ২০০ পরিবারের ৪ হাজার ৯০০ মানুষ।   

 

বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএস এইড এর বাংলাদেশ  মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরী, কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার, ইউএনও শাহ মো. শামসুজ্জোহা, স্থানীয় উন্নয়ন সংস্থা সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ লাল প্রমুখ।