সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চীনা কোম্পানির সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ট্রাম্পের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রোববার

চীনা কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য নিজ দেশের কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সাড়ে ৭ হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর চীনের পক্ষ থেকে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করার পর দ্রুত এই আহ্বান জানালেন তিনি।

এর আগে আমেরিকা চীনের ৩ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে। জবাবে শুক্রবার চীন সরকার মার্কিন পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করেছে।

 

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদফা টুইটার পোস্টে মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্য না করে তাদের পণ্য রপ্তানির জন্য বিকল্প গন্তব্য খুঁজে বের করতে হবে। 

টুইট বার্তায় তিনি আরও বলেন, মার্কিন কোম্পানিগুলোকে তাদের পণ্যের ব্যাপারে কৌশল পরিবর্তনের নির্দেশ দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি এবং কবে কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে তিনি তা পরিষ্কার করেননি।