`আমাদের কাশ্মীর ঢুকতে দেয়া হয়নি, সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে`
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রোববার
জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্য পাল মল্লিকের আমন্ত্রণে জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে শ্রীনগর বিমানবন্দর থেকেই ফেরত আসতে হয়েছে ভারতের বিরোধী দলের সদ্য সাবেক এই সভাপতিকে। রাহুলের সঙ্গে থাকা সাংবাদিকদেরও মারধর করা হয়েছে। ওই সফরে রাহুলের সঙ্গী হয়েছিলেন বিরোধী দলের আরও ১১ জন নেতা।
রাহুল বলেন, কয়েকদিন আগে গভর্নর আমাকে জম্মু ও কাশ্মীর সফরের আমন্ত্রণ জানান। আমি তার আমন্ত্রণ গ্রহণ করি। তিনি আমাকে বলেছিলেন কাশ্মীরের সবকিছুই স্বাভাবিক এবং তিনি রাজ্যটি সফরের জন্য বিমান পাঠাবেন। আমি তাকে বলেছিলাম, বিমানের দরকার নেই তবে আমি আপনার আমন্ত্রণে কাশ্মীর আসবো। আমি কাশ্মীরের মানুষের কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা উপলব্ধি করতে চেয়েছিলাম এবং সাধ্যের মধ্যে তাদের সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বিমানবন্দরের বাইরেই যেতে দেয়া হয়নি। আমাদের সঙ্গে থাকা সাংবাদিকদের লাঞ্চিত করা হয়েছে, মারধর করা হয়েছে। এতে এটা স্পষ্ট যে জম্মু ও কাশ্মীরের অবস্থা স্বাভাবিক নয়।