সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তুরস্কের সামরিক পর্যবেক্ষণ ঘাঁটি ঘিরে রেখেছে সিরিয়ার সেনাবাহিনী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রোববার

সিরিয়ার ইদলিবের কাছে তুরস্কের একটি সামরিক পর্যবেক্ষণ ঘাঁটি গত শুক্রবার ঘিরে ফেলে সিরিয়ান সেনাবাহিনী। সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের সৈন্যদের অবস্থানকে ঘিরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই এলাকায় খুব কাছাকাছি মুখোমুখি অবস্থানে চলে আসে তুর্কি ও আসাদের সৈন্যবাহিনী। 

বিষয়টি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দামেস্কের প্রধান সহযোগী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক ফোনালাপে তার উদ্বেগের কথা জানান। 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ সামরিক পর্যবেক্ষণ ঘাঁটি ছাড়বে না কারণ রাশিয়া বলেছে তারা ইবলিবের পরিস্থিতি মোকাবেলায় তুরস্কের সাথে কাজ করবে।