রোববার   ০৩ নভেম্বর ২০২৪   কার্তিক ১৮ ১৪৩১   ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষ্ণের রূপে মীর, সমালোচনার ঝড়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়লেন মীর আফসার আলী।

তবে তার ছবিতে চোখে চশমা পরা ছিল। ছবিটি শেয়ার করে মীর লেখেন, ট্রোলিং শুরু হোক। ছবিটি ২০০৫ সালে তোলা।

 

তিনি জানান, জি বাংলার হাউ মাউ খাউতে জন্মাষ্টমী স্পেশ্যাল এপিসোডের জন্যই এমন সেজেছিলেন তিনি। তবে তিনি নিজেও এখন ছবি দেখে অবাক, কীভাবে ওই বেশে এতক্ষণ ছিলেন।

মীরের ছবি পোস্টের পরই সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়।

ছবি দেখে হিন্দুত্ববাদীদের একজন লিখেছেন, ‘আমরা হিন্দুরা ধর্ম নিয়ে যথেষ্ট সহিষ্ণু। সেজন্যই আমাদের দেবদেবী নিয়ে মশকরা আমরা মেনে নিই। এমনকি কোনো অ-হিন্দু ব্যক্তি তা নিয়ে ঠাট্টা করলেও কোনো প্রতিক্রিয়া জানাই না।

আরেকজন লিখলেন, এরপর হয়তো হজরত মোহাম্মদ বা যিশুখ্রিস্ট সাজতেও আপনার কোনো আপত্তি থাকবে না।