তিন মাসে বাস্তবায়িত সিদ্ধান্তের হার ৮২ ভাগ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৯ এএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার
চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে মন্ত্রিসভার সাতটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে ৭২টি সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে ৮১ দশমিক ৯৪ ভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। এছাড়া ১৮ দশমিক ৬ ভাগ বাস্তবায়নাধীন।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে সচিবালয়ে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। তিন মাসে বৈঠকে অনুমোদিত নীতি বা কর্মকৌশলের সংখ্যা ১ এবং অনুমোদিত চুক্তি বা সমঝোতা স্মারকের সংখ্যাও ১টি।
এ ছাড়া তিন মাসে সংসদে পাসকৃত আইনের সংখ্যা ৬টি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।