বঙ্গবন্ধু বিশ্বের সবচেয়ে বড় কূটনীতিক: পররাষ্ট্রমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৩ এএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের সবচেয়ে বড় কূটনীতিক। তিনি বিশ্বকে বলেছেন, সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়। এর ফলেই স্বাধীনতার পর পরই বিশ্বের অধিকাংশ রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। জাতিসংঘ বাংলাদেশকে সদস্যপদ দিয়েছিল।
সোমবার জাতীয় জাদুঘরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো তাহলে ২০ বছর আগে দেশ সোনার বাংলা হয়ে যেত। আমার সৌভাগ্য বঙ্গবন্ধু ও শেখ হাসিনা দুই সরকারের সঙ্গেই আমি কাজ করতে পেরেছি। সারা এশিয়া মহাদেশে ৪৫ দেশের মধ্যে বাংলাদেশের ৮.৩ ভাগ প্রবৃদ্ধি কারণ আমরা বঙ্গবন্ধুর পথ ধরে চলছি।
তিনি বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর পথ ধরে শেখ হাসিনা বহু মাতব্বরকে অগ্রাহ্য করে এগিয়ে চলছেন। যখন বিশ্বব্যাংক পদ্মা সেতুর জন্য টাকা দিল না তখনই দেশের টাকায় এটি নির্মাণ শুরু করে দিয়েছেন।