বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের রাশিয়া গমন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ছয় দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন (এফএসএমটিসি) অফ রাশিয়ার আমন্ত্রণে স্ব-স্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীকে নিয়ে সোমবার ঢাকা ছাড়েন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে বিমান বাহিনী প্রধান রাশিয়ায় অনুষ্ঠিতব্য দি ইন্টারন্যাশনাল এভিয়েশন এন্ড স্পেস সালন (ম্যাক্স-২০১৯) এয়ার শো তে অংশগ্রহণ করবেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়ার ডিপার্টমেন্ট অফ ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন (এফএসএমটিসি) এর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
এছাড়াও এয়ার শো তে তিনি রাশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্ট এবং এভিয়েশন কোম্পানি আইআরকেইউটি কর্পোরেশন এর উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং পেশাগত বিষয়ে আলোচনা করবেন।
বিমান বাহিনী প্রধানের রাশিয়া সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম সংযোজনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরো সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে জানায় আইএসপিআর।