বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাইকো মামলায় খালেদার শুনানি ২৩ সেপ্টেম্বর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০১ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

নাইকো দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত।

মঙ্গলবার কেরানীগঞ্জের কারা ভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

এদিন খালেদা জিয়ার পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া প্রমুখ আইনজীবীরা চার্জ শুনানি পেছানোর আবেদন করেন।

 

শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ গঠনের শুনানির জন্য ২৩ সেপ্টেম্বর দিন ঠিক করেন। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূইয়া এতথ্য জানান।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।