সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টুথব্রাশ জীবাণুমুক্ত রাখবেন যেভাবে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

আমরা দাঁতের সুস্থতার জন্য টুথব্রাশ ব্যবহার করি। কিন্তু সেই টুথব্রাশ যদি জীবাণুতে ভরা থাকে তাহলে কী হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এজন্য টুথব্রাশ জীবাণুমুক্ত রাখার চেষ্টা করতে হবে। দেখে নিন কিভাবে এটি করবেন-

 

  • টুথব্রাশ ব্যবহারের পর এমন স্থানে রাখবেন যেখানে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করে। কারণ ভেজা টুথব্রাশ দ্রুত না শুকালে খুব সহজে জীবাণু বাসা বাধতে পারে। ব্যবহারের পর বেডরুমে কোনও স্ট্যান্ডে রেখে দিতে পারেন টুথব্রাশ।
  • ব্যবহারের পর ভালো করে ধুয়ে তারপর রাখুন টুথব্রাশ।
  • টুথব্রাশ কভার ব্যবহার না করাই ভালো।
  • তিন থেকে চার মাস পর পর বদলে ফেলুন টুথব্রাশ।