সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ত্বকের যত্নে যেভাবে ব্যবহার করবেন ভাতের মাড়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

বেশিরভাগ সময়ই আমরা ভাতের মাড় ফেলে দিই। কিন্তু এটা দিয়ে দারুণ সব কাজ করা যায়। এর মধ্যে একটি হলো ত্বকের যত্ন। আপনি ভাতের মাড় দিয়ে খুব সুন্দরভাবে ত্বকের যত্ন নিতে পারবেন। এছাড়া চুলের জন্যও এটি উপকারী। দেখে নিন এসব ক্ষেত্রে কিভাবে ভাতের মাড় ব্যবহার করবেন-

 

  • ভাতের মাড় গোসলের পানিতে মিশিয়ে দিনে অন্তত ২ বার গোসল করুন। ত্বকের জ্বালা ভাব, চুলকানি, র‍্যাশ থেকে মুক্তি পাবেন।
  • ভাতের মাড় ঠাণ্ডা করে তুলা দিয়ে ত্বকের ব্রণ আক্রান্ত অংশে লাগান। দিনে অন্তত ২-৩ বার এভাবে লাগাতে পারলে ব্রণ-ফুসকুড়ির মতো সমস্যা সেরে যাবে।
  • ভাতের মাড় ঠাণ্ডা করে তুলা দিয়ে মুখের ও হাত-পায়ের রোদে পোড়া অংশে নিয়মিত মাখলে বাড়বে ত্বকের উজ্জ্বলতা।
  • শ্যাম্পু করার পর চুলে ভাতের মাড় দিয়ে মিনিট তিনেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন। চুলের ডগা ফেটে যাওয়ার মতো সমস্যার সমাধান হবে।
  • ভাতের মার চুলে লাগালে খুসকি থেকেও মুক্তি পাবেন সহজে। চুল পড়াও কমবে