‘উন্নয়নের জন্য দুর্নীতির বিষয়ে আপোষহীন হতে হবে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু কখনো মিথ্যা, অনিয়ম, দুর্নীতি আর অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তাই দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সবাইকে অন্যায় ও দুর্নীতির বিষয়ে আপোষহীন হতে হবে।
মঙ্গলবার রাজধানীর মতিঝিল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একটি আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড এ আলোচনা সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি ও জঙ্গীবাদকে প্রশ্রয় দেয়া যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে জাতির পিতার আদর্শকে ধারণ করে কাজ করতে হবে। জাতির পিতার আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলেই দেশকে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা সম্ভব।
তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিকে বঞ্চিত, লাঞ্চিত অবস্থা থেকে মুক্ত করেছেন। বঙ্গবন্ধু তার একক নেতৃত্বে দেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। তার কারণেই এদেশের শ্রেষ্ট অর্জন স্বাধীনতা লাভ করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাদের চোখে বঙ্গবন্ধু অপরাধী ছিলেন। কারণ তিনি এদেশের মানুষের পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছিলেন।
বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক সত্যব্রত সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান।