মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

১৫ আগস্টের ষড়যন্ত্রকারীদের চিহ্নিতে কমিশন: আইনমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার পেছনে কারা ছিলেন তা চিহ্নিত এবং তাদের শাস্তি নিশ্চিত করতে শিগগিরই কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘১৫ আগস্ট হত্যাকাণ্ডের পেছনে কারা ছিলেন তা বের করার সুযোগ আছে আমাদের...ইনশাল্লাহ কমিশন গঠন করা হবে।’

মন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পরামর্শ করার পর এ বিশেষ কমিশনের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।