সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের জন্য নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানের আকাশসীমা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

এবার ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। এর আগেই ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত ও কূটনৈতিক সম্পর্ক অবনমন করেছিল পাকিস্তান। খবর- ডন।

মঙ্গলবার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী’র এক টুইটের বরাত দিয়ে ডন জানায়, ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়াও ভারত-আফগানিস্তান বাণিজ্য চলাচলে পাকিস্তানের স্থলপথও বন্ধ করে দেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, পাকিস্তান মন্ত্রিসভার বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তার প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া তিনি ভারতকে হুমকি দিয়ে বলেন, মোদি শুরু করেছে, আমরা শেষ করবো।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীর রাজ্যের সাংবিধানিক মর্যাদা বাতিল করে সেটিকে দুভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়।