মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘দ্যুতি’ ছড়াচ্ছে শ্রাবণী-ঝিলিক-দোলন-সুমন্ত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

হঠাৎ করে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার কয়েকটি প্রাণীর শেডের সামনে দর্শনার্থীর আগমন বেড়ে গেছে। গত এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে জিরাফ, জেব্রা, অ্যারাবিয়ান হর্স ও জলহস্তী- এ চার প্রজাতির স্ত্রী প্রাণী চার চারটি ফুটফুটে সন্তান প্রসব করেছে। এই শাবকদের দেখতেই দর্শনার্থী, বিশেষ করে শিশু দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। অবাক দৃষ্টিতে তারা শাবকদের চলাফেরা ও ছুটোছুটির দৃশ্য অবলোকন করছে।

চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা ফেসবুকসহ বিভিন্ন মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে তাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবীদের জানান দিচ্ছেন এই চার প্রাণীর ফুটফুটে শাবকদের কথা।

তা জানতে পেরে সদ্য জন্ম নেয়া চার শাবক সরাসরি দেখতে অনেকেই দূরদূরান্ত থেকে ছুটে আসছেন।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. নজরুল ইসলাম জানান, গত এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে জাতীয় চিড়িয়াখানায় চার প্রজাতির প্রাণীর কোলজুড়ে নতুন অতিথি আসে। এই মাবকদের শেডের সামনে দর্শনার্থীদের ভিড় বেড়ে গেছে।

সুন্দর ব্যবস্থাপনা, খাদ্য ও চিকিৎসার কারণে জাতীয় চিড়িয়াখানা বৃহৎ প্রাণী শাখায় এত সাফল্য বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় চিড়িয়াখানা সূত্র জানায়, গত ১৭ আগস্ট বেলা ১১টায় প্রিয়া নামের একটি জিরাফ অনিন্দ্যসুন্দর একটি বাচ্চা প্রসব করে। প্রিয়ার মেয়ের নাম রাখা হয়েছে শ্রাবণী।


প্রিয়াকে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় জিরাফ পরিবারের সদস্য সংখ্যা এখন আট হলো।

গত ২০ আগস্ট চাঁদনী নামের জেব্রাটি ‘ঝিলিক’ নামে মায়াবী সুন্দর একটি বাচ্চা জন্ম দেয়। আগের একটি পুরুষ ও তিনটি স্ত্রী জেব্রাসহ জাতীয় চিড়িয়াখানায় জেব্রা পরিবারের বর্তমান সদস্য এখন মোট পাঁচটি।

গত ২০ আগস্ট ‘দোলন’ নামের অপরূপ সুন্দর একটি বাচ্চা দেয় দুলকি নামে এরাবিয়ান ঘোড়া। দৌদি আরব থেকে আনা দুইটি ঘোড়া থেকে পর্যায়ক্রমে আরও দুটি বাচ্চা জন্মগ্রহণ করে। এখন বাংলাদেশ চিড়িয়াখানায় মোট পাঁচটি ঘোড়া।

গত ২২আগস্ট নজরকাড়া সুন্দর বাচ্চা জন্ম দেয় আগন্ত নামের জলহস্তী। শাবকের নাম রাখা হয় ‘সুমন্ত’।

১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা দুটি জলহস্তী থেকে পর্যায়ক্রমে ১৫টি বাচ্চা জন্মগ্রহণ করে। এখন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় জলপরী পরিবারের সদস্য সংখ্যা ১৪ হলো।

উল্লেখ্য, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে সাফারি পার্কে দুইটি এবং রংপুর চিড়িয়াখানায় একটি জলহস্তী সরবরাহ করা হয়েছে।