‘হিটলারের চেয়েও ভয়ঙ্কর ট্রাম্প’: বিপাকে সিএনএন সাংবাদিক
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২০ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য হিটলার, স্টালিন এবং মাও সে তুং এর চেয়েও অধিক দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন টিভি চ্যানেল সিএনএনের একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন এক অতিথি। এতে অনুষ্ঠানটির উপস্থাপক তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, দেশের প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্যে অনুষ্ঠানটির উপস্থাপক ব্রায়ান শেলটারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তাকে বরখাস্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিলেইভল সোর্স নামক অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি মানসিক রোগ বিশেষজ্ঞ ড. অ্যালেন ফ্রান্সিস মন্তব্য করেন, গত শতাব্দীর হিটলার, স্টালিন, মাও এর তুলনায় ট্রাম্প অধিক ধ্বংসাত্মক। লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য তাদের চেয়েও অধিক দায়ী ট্রাম্প।
এদিকে এই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়ে গেলে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প সমর্থকেরা। অনুষ্ঠানটির উপস্থাপক ব্রায়ান শেলটারকে অভিযোগের কাঠগড়ায় তোলেন তারা। প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্যের বিরোধিতা করেননি শেলটার। এতে অনেক মিডিয়াকর্মীও সমালোচনা করেন তার।