পোশাক শিল্পে উৎপাদন বাড়াচ্ছে গাজীপুরের প্রতিবন্ধী শ্রমিকরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৮ এএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার
তৈরি পোশাক শিল্পে উৎপাদন বাড়াচ্ছে গাজীপুরে বিভিন্ন মিল-কারখানায় কর্মরত প্রতিবন্ধী শ্রমিকরা। জানা গেছে, সুস্থ্য, সবল, স্বাভাবিক শ্রমিকের তুলনায় একজন প্রতিবন্ধী শ্রমিকের উৎপাদনের পরিমাণ অনেকাংশে বেশি। প্রতিবন্ধীদের উৎপাদনের গতিশীলতা দেখে অনেক গার্মেন্টস কারখানার মালিকরাও খুশি এবং তাদের প্রতি সন্তুষ্টি হয়ে নানা প্রকার সাহায্য সহযোগতিার হাত বাড়িয়ে দিয়েছেন।
প্রতিবন্ধী শ্রমিকরাও এ অঞ্চলের মালিকদের আন্তরিকতা দেখে তাদেরকে বন্ধুর মত আপন করে নিয়েছেন। গাজীপুর শিল্পঞ্চলের বিভিন্ন কারখানার মানব সম্পদ উন্নয়ন বিভাগ সূত্রে জানা গেছে, গাজীপুরের বেক্সিমকো গ্রুপের বস্ত্র ও পোশাক কারখানায় কাজ করেন কয়েক হাজার শ্রমিক। তার মধ্যে চার শতাধিক শ্রমিক প্রতিবন্ধী।
জেলা সদরের কাশেমপুর জরুন এলাকায় অবস্থিত কেয়া গার্মেন্টস লিমিটেড-এ কাজ করে শত শত শ্রমিক, তার মধ্যে পাঁচ শতাধিক প্রতিবন্ধী শ্রমিক কাজ করছেন। গাজীপুরের গাছা এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু কলেজের পাশে টি.আর.জেট গ্রুপ, এমটানেট গ্রুপ, বিসিক (টঙ্গী) নর্দণ কর্পোরেশন, গাজীপুর এলাকায় এলউসাইন গ্রুপ, বড় বাড়ি ইন্টারফ্যাট, আয়েশা লিঃ, বেস্ট গার্মেন্টস লিঃ, চান্দনা চৌরাস্তায় পশমি সোয়েটারসহ বেশ কিছু কারখানায় প্রতিবন্ধী শ্রমিকরা কাজ করছেন।
পলমল গ্রুপের প্রতিবন্ধী শ্রমিক নাঈম হাসান (২০) বলেন, আমি কি কইরা বলিব কত কষ্ট কইরা চাকরি নিয়াছি। স্যারেরা পরথমে আমারে নিবার চায় নাই কিন্তু যখন আমার কাম দেহাইলাম তখন নিতে রাজি অইল। তিনি বলেন, এহন কেউ আর আমার সঙ্গে কাম কইরা পায় না, দুই বছর ধইরা এই কারখানায় কাম করছি।
টিআরজেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ জানান, প্রতিবন্ধীরা যাতে ভালো ভাবে জীবন-যাপন করতে পারে সেজন্য কারখানা নির্মাণের শুরুতেই আলাদা ব্যবস্থা রেখে দিয়েছি। তিনি বলেন, বর্তমানে তার কারখানায় ২০ জনের অধিক প্রতিবন্ধী শ্রমিক কাজ করছে।
এনন টেক্স কারখানার ব্যবস্থা পরিচালক মোঃ ইউনুস বাদন জানান, প্রতিবন্ধীদের চাকরি দেয়ার পাশাপাশি নামমাত্র মূল্যে খাবার পরিবেশন করছি এবং বিনামূল্যে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে আর্থিকভাবে নগদ সহয়তাও প্রদান করছি।
প্রতিবন্ধীদের বোঝা মনে না করে তাদের সম্পদ ভাবলে দেশের অর্থনৈতিক গতি বাড়বে। প্রতিবন্ধীরা উৎপাদনে ভাল করে যাচ্ছে। বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন বিভিন্ন সংস্থার তথ্যে জানা যায়, বাংলাদেশের মোট ১০ শতাংশ শারীরিকভাবে প্রতিবন্ধী, এই হিসাবে বাংলাদেশের এক কোটি ৬০ লাখ প্রতিবন্ধী রয়েছে তাদের মধ্যে ৪০ শতাংশই তরুণ। এসব প্রতিবন্ধীকে কাজে লাগাতে পারলে দেশ আরো উন্নতি করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।