শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

বন্ধ হচ্ছে ‘গুগল হায়ার’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৯ এএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

দু’বছর আগে গুগল চালু করেছিল জব অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম ‘গুগল হায়ার’। এটির সাহায্যে উপযুক্ত চাকরি প্রার্থী খুঁজে পাওয়া এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণও অনেক সহজ হয়ে উঠেছিল। কিন্তু ২০২০ সালের ১ সেপ্টেম্বরের পর থেকে সেবাটি বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। খবর গেজেটস নাউ।

গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছরের সেপ্টেম্বরে গুগল হায়ার বন্ধ করে দেয়া হবে। সে হিসেবে আরো এক বছর সেবাটি ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

২০১৫ সালের শেষ দিকে ৩৮ কোটি ডলারে অধিগ্রহণ করা বিবপকে নিজেদের ক্লাউড সিস্টেমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গুগল হায়ার চালু করে প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন।