মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে আছে মালয়েশিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকিমশনার আমির ফরিদ বিন আবু হাসান এ কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠানে মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকেই মালয়েশিয়া বাংলাদেশের পাশে আছে।

এই সঙ্কট সমাধানে মালয়েশিয়া আসিয়ান ও আহা সেন্টারের সঙ্গে কাজ করছে। মালয়েশিয়ার সরকারী-বেসরকারী পর্যায় থেকে রোহিঙ্গাদের খাদ্য, অর্থ, বস্ত্র ও আশ্রয় সহায়তা দিয়ে আসছে। বাংলাদেশের টেকনাফের কুতুপালংয়ে রোহিঙ্গাদের চিকিৎসার জন্য মালয়েশিয়ার সহায়তায় হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এই হাসপাতাল থেকে এরইমধ্যে ৮০ হাজারের বেশি রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।