দেশে ফিরেছেন ৬১ হাজার ৭৮৭ জন হাজি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২১ এএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৭৮৭ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৯২টিসহ মোট ১৬৯টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
এদিকে গতকাল শুক্রবার (৩০ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টায় সরকারি ব্যবস্থাপনায় আগত বিজি-৩৩৫৯ এবং বিজি-৩০৬৩ ফ্লাইটের হাজিরা মক্কা থেকে মদিনার উদ্দেশে যাত্রা করেন। তারা মদিনায় ৮ দিন অবস্থান করবেন এবং রাসূল (সা.)-এর রওজা শরীফ জিয়ারতসহ মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ বিমানবন্দর হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়েছে। হজ পালন শেষে গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।