‘সড়ক শৃঙ্খলা রক্ষায় সব্বোর্চ ব্যাবস্থা গ্রহন করা হবে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার
খালিদ মাহমুদ বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি সুপারিশমালা দেয়া হয়েছে। এটা বাস্তবায়ন করার মাধ্যমে যদি সড়কে শৃঙ্খলা ফিরে আসে, তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।
শনিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায়কে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি।
গত ২৭ আগস্ট রাজধানীর বাংলামোটরে ফুটপাতে উঠে গিয়ে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় পা হারান কৃষ্ণা রায়।
কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, যদি রোগীর দিক থেকে বলি, তাহলে ভালো না। ডাক্তারের দিক বললে, তাহলে বলব- তারা সর্বাত্মক চেষ্টা করছে রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার ক্ষেত্রে। শুধু এ ধরনের না, বাংলাদেশে এর চেয়েও জটিল রোগের চিকিৎসা হয়ে থাকে। আশা করি, তাকে সুস্থ করতে পারবেন তারা।
বিচারের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন। যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারেন। তারা যদি বিচারের প্রার্থনা করেন, তাহলে নিশ্চয়ই বিচার পাবেন।
তিনি বলেন, যেখানে পথচারী থাকার কথা সেখানে এই দুর্ঘটনা ঘটেছে, তা অবশ্যই আতঙ্কের বিষয়। সেখানে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না, গাড়ির ফিটনেস সার্টিফিকেট ছিল কি না কিংবা চালক সুস্থ ছিল কি না, সেটা তদন্তের বিষয়। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই বিষয়টি তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষ্ণা রায় আমাদের বিআইডব্লিউটিসির (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন) হিসাব বিভাগের কর্মকর্তা ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে কনসার্ন (উদ্বিগ্ন)। আমরা তার চিকিৎসার জন্য, তদারকির জন্য যা যা প্রয়োজন, তা করব।
কৃষ্ণা রায়কে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। বলেন, প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এ সময় রোগীর স্বজন ও কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।