আওয়ামী লীগ করে না এমন মানুষ পাই না: শামীম ওসমান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৬ এএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রোববার
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শমাীম ওসমান বলেছেন, আমরা মানুষ, ফেরেশতাও না শয়তানও না। আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে। এটাই স্বাভাবিক। কিন্তু এখন যা অবস্থা দেখতেছি, আওয়ামী লীগ করে না এমন মানুষ পাই না। প্রশাসনে আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, ডাক্তারেও আওয়ামী লীগ, রাজনীতিতে সবই আওয়ামী লীগ।
তিনি বলেন, এত আওয়ামী লীগের দরকার আছে বলে আমার মনে হয় না। আসল আওয়ামী লীগ, আসল বঙ্গবন্ধুর সৈনিকরা যেন পেছন দিকে পড়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অবজ্ঞাও হচ্ছে। যার কোনো নীতি নাই সে নীতিবাক্য লেখাচ্ছে। চরম দুশ্চরিত্র দুর্নীতিবাজ দুর্নীতি মুক্তির কথা বলছে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা, গোপন আঁতাতকারীরা, রাতের অন্ধকারে যারা জামাতের সঙ্গে আঁতাত রাখে, তারা আওয়ামী লীগের মুখপাত্র সাজার চেষ্টা করছে। এই লক্ষণগুলো ভালো না।
শনিবার দুপুরে নগরীর খানপুর এলাকায় ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) জেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।
শামীম ওসমান বলেন, শোকের মাসে আমি শোকাহত হই না বরং শক্তিশালী হই। কারণ আমরা শেখ মুজিবের কর্মী। আমার শরীরে হারাম কিছু নাই, সবটাই হালাল। রাজনীতি টাকা কামানোর জন্য করি না। করতে আসিও নাই।
শামীম ওসমান আরও বলেন, চারদিকে যখন দেখবেন একটাই জয়জয়কার। তখন বুঝবেন আসলের চেয়ে নকল ঢুকে গেছে বেশি। নারায়ণগঞ্জের যে নকলরা আওয়ামী লীগকে খোঁচাখুঁচি দিচ্ছেন তাদের নারায়ণগঞ্জ সম্পর্কে আইডিয়া নেই। আমি চাই না এই আইডিয়াটা তাদের দেখাতে। কিন্তু আমার মনে হয় আপনাদের দেখার সময় হয়ে গেছে। আমি বাঁচি আর মরি, আপনাদের কাছে অনুরোধ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকেন।
স্বাচিপ জেলা শাখার সভাপতি ডা. চৌধুরী ইকবাল বাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব ডা. এমএ আজিজ, সাংগঠনিক সম্পাদক ডা. অনুপ কুমার সাহা, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু জাহের, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।