শনিবার   ০২ নভেম্বর ২০২৪   কার্তিক ১৮ ১৪৩১   ২৯ রবিউস সানি ১৪৪৬

সালমান শাহর প্রয়াণ দিবস আজ

বিনোদন ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪০ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

৯০ দশকের জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) যাকে আমরা রুপালী পর্দায় পেয়েছি "সালমান শাহ" হিসেবে। সে সময়ের স্টাইল আইকন ছিলেন তিনি। এই সারা জাগনো অভিনেতা ২৩ বছর হলো মারা গেছেন। তবে দীর্ঘ এ সময় নায়েকের মৃত্যু আত্মহত্যা না অন্য কোন কারণ তা এখনো জানা যায় নি।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর তার জন্ম। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রে একজন জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসা সফল।