শনিবার   ০২ নভেম্বর ২০২৪   কার্তিক ১৮ ১৪৩১   ২৯ রবিউস সানি ১৪৪৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দিলারা জামান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

দেশের বর্ষীয়াণ অভিনয়শিল্পীদের মধ্যেও অন্যতম দিলারা জামান। ১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। এরপর অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি। এখনো তিনি কাজ করে যাচ্ছেন বৈচিত্রময় চরিত্রে। এবার তিনি যুক্ত হয়েছেন নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

জানা গেছে, সম্প্রতি এই অভিনেত্রী ‘ভাইজান’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি উত্তরায় স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়েছে। দেশে ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের জন্য এটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মনিরুজ্জামান জুলহাস। এর আবহ সংগীত করেছে আপেল মাহমুদ এমিল।

 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয়ের বিষয়ে দিলারা জামান বলেন, দীর্ঘদিন পর সুন্দর একটি গল্পে কাজ করলাম। খুব ভালো লেগেছে গল্পটি। চরিত্রগুলোও বেশ সুন্দর। একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেয়া হয়েছে এখানে। পুরস্কার পাবার মতোই একটি কাজ হয়েছে বলে আমি মনে করি।

দিলারা জামান ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন আব্দুল আজিজ, খান আতিক, ফারজানা রিক্তা, সঞ্চিতা দত্ত, সোহেল রহমান, এ আর সোহাইলসহ অনেকে।