সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চামড়ার জুতা চকচকে রাখার উপায়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

দীর্ঘদিন চামড়ার জুতা অযত্নে থাকলে তা নষ্ট হবেই! বিভিন্ন স্থান থেকে চামড়া ওঠে জুতাটি অবশেষে অচল হয়ে যায়। আপনার শখের চামড়ার জুতাটি কি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে? জেনে নিন সমস্যার সমাধান-

পালিশ করা- জুতা নিয়মিত পালিশ করা আবশ্যক। তবে কাজটি করার সময় মনে রাখতে হবে, সবসময় ক্রিম পালিশ ব্যবহার করতে হবে এবং জুতার রঙের সঙ্গে মিলিয়ে পালিশ ব্যবহার করতে হবে।

তাপমাত্রা- সাধারণ তাপমাত্রায় জুতা শুকাতে হবে। রোদে কিংবা হিটারে শুকালে চামড়া কুচকে যেতে পারে, নষ্ট হতে পারে রঙ।

ব্রাশের ব্যবহার- জুতা টেকসই রাখতে এবং এর চকচকে ভাব ধরে রাখতে জুতা থেকে ধুলাবালি পরিষ্কারের জন্য ব্রাশ ব্যবহার করতে পারেন।