কাশ্মীরে এফএম রেডিওতে সংকেত পাঠাচ্ছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
কাশ্মীরে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার পর সেখানকার স্বাধীনতাকামী সংগঠনগুলোর সঙ্গে এফএম রেডিওতে সংকেত পাঠিয়ে যোগাযোগ রাখছে পাকিস্তান সেনাবাহিনী।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কাছে লাইন অব কন্ট্রোলে (এলওসি) এফএম স্টেশন স্থাপন করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির জাতীয় সঙ্গীত ‘কওমী তারানার’ মাধ্যমেই সংকেতগুলো পাঠানো হয়েছে জইশ-ই-মুহাম্মদ, লস্কর-ই-তাইবা এবং আল বদর নামক স্বাধীনতাকামী সংগঠনগুলোর কাছে।
সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়ার পর গত আগস্টে ভারত সরকার রাজ্যটি থেকে টেলিফোন, মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। তবে এর সপ্তাহ খানেকের মধ্যেই এই যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় পাকিস্তান সেনাবাহিনী।
স্বাধীনতাকামী সংগঠনগুলো জম্মু ও কাশ্মীরে তাদের সহযোগীদের কাছে বার্তা পাঠাতে জাতীয় সঙ্গীতটি এমএফ রেডিওর মাধ্যমে খুব সক্রিয়ভাবে ব্যবহার করেছে বলে দাবি করা হচ্ছে।
ভারতীয় গোয়েন্দারা বলছেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পাংকের (ভিএইচএফ) রেডিং স্টেশন থেকে সংকেতগুলো ভারতের দিকের লাইন অব কন্ট্রোলের কাছে পাঠানো হচ্ছিল। যে সংকেতগুলো ব্যবহার করে জইশ-ই-মুহাম্মদ, লস্কর-ই-তাইবা এবং আল বদর তাদের জম্মু ও কশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে যোগাযোগ করছিল।
ভিএইচএফের বার্তাগুলো লাইন অব কন্ট্রোলের কাছে থাকা স্বাধীনতাকামীরা রিসিভ করে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিদম্যান এফএম রেডিওগুলোকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কাছাকাছি লাইন অব কন্ট্রোলের কাছে সরিয়ে নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সিগন্যাল কোরের ১০ জন কমান্ডার এর পেছনে কাজ করে যাচ্ছে।