সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেহেরপুরে দুই মাছ চাষিকে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

মেহেরপুরে দুই মাছ চাষিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দরবেশপুর গ্রামের শৈলমারি বিলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দরবেশপুর গ্রামের উকিলবাড়ী পাড়া এলাকার মৃত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৬) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি রাতের মতো বুধবার রাতে বিল পাহারা দিচ্ছিলেন রোকন ও হাসান। সেখানে অস্থায়ী পাহারা ঘরে হানা দেয় অস্ত্রধারী কয়েকজন দুর্বৃত্ত। রোকন ও হাসানকে ধরে তাদের হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে মেহেরপুর সদর থানা, বারাদি পুলিশ ক্যাম্পসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে।

স্থানীয়রা জানায়, রোকন ও হাসানের বাড়ির পাশেই বিল। সরকারি বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরেই মাছ চাষ করছেন তারা। রোকন ও হাসান আলী সঙ্গে কয়েকজন লোক নিয়ে প্রতি রাতেই বিল পাহারা দেন। দীর্ঘদিন থেকে তারা এভাবেই মাছ চাষ করে আসছেন। দলীয় তেমন পদ পদবি না থাকলেও তারা দু’জন স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে সক্রিয়। তবে কী কারণে, কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনই ধারণা করতে পারছে না কেউই।

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।