সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিজিটাল রূপান্তরে বাংলাদেশকে সহযোগিতা করবে রাশিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ডিজিটাল রূপান্তরে বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাতের সময় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগনাতভ এই আশ্বাস দেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মানুষের প্রতি রাশিয়ার সমর্থন ও সহযোগিতা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

রূপপুর পারমানবিক কেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ার সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।  

মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ডিজিটাল বিপ্লবে বাংলাদেশের অগ্রযাত্রার ধারাবাহিকতার সুফল পাচ্ছে দেশের মানুষ।

এ সময় টেলিকম, ডিজিটাল প্রযুক্তিসহ উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অগ্রগতিতে রাশিয়া সবচেয়ে বেশি খুশি। ডিজিটাল রূপান্তরে বাংলাদেশকে সহায়তা করবে রাশিয়া।