শনিবার   ০২ নভেম্বর ২০২৪   কার্তিক ১৮ ১৪৩১   ২৯ রবিউস সানি ১৪৪৬

মঞ্চে পুলসিরাত নিয়ে আসছে প্রাচ্যনাট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

প্রচণ্ড গরমে, রোদে পুড়ে মরুভূমির পথে এগিয়ে যাচ্ছে একটি লরি। ৩ জন হত ভাগ্য মানুষ বিড়ম্বিত জীবন নিয়ে ছুটে চলে স্বপ্নময় এক নতুন স্বচ্ছল জীবনের প্রত্যাশায়। সূর্যের তেজ মাথায় নিয়ে, তপ্ত মরুর বালুতে পা পুড়িয়ে আর মগজে নতুন জীবনের উত্তপ্ত বাসনা নিয়ে চলে তাদের জীবন। সে জীবনকে হয় এ যেন সেই পুলসিরাত। এমনই গল্পের নাটক নিয়ে এবার মঞ্চে হাজির হচ্ছে প্রাচ্যনাট।

ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘ম্যান ইন দ্য সান’ এর বাংলা অনুবাদ থেকে পুলসিরাত নাটকটির নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। উপন্যাসটির বাংলা অনুবাদ করেছেন মাসুমুল আলম আর নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

 

নাটকটির নির্দেশক ইমন জানান, প্রাচ্যনাটের নতুন প্রযোজনা পুলসিরাত নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে শুক্রবার (১৩ সেপ্টেম্বর)। ওই দিন সন্ধ্যা ৬ টায় রাজধানীর বেইলি রোডস্থ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চায়িত হবে নাটকটি।

এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফুল জার্নাল, মিতুল রহমান, জগন্ময় পাল, মনিরুল ইসলাম রুবেল, চেতনার হমান ভাষা, তানজিকুন, শামীম শ্রাবণ, তৃপ্তি প্রমুখ।

নাটকটির সেট ডিজাইন করেছেন শাহীনূর রহমান, লাইট ডিজাইন করেছেন বাবর খাদেমী, শব্দ ও সঙ্গীতে থাকছেন নীল কামরুল। পোশাক ডিজাইনে করেছেন বিলকিস জাহান জবা।