শিশুর ভুলে গাড়ির গ্লাসে গলা আটকে মায়ের মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
গাড়ির জানালার স্যুইচে টিপ দেয় দুই বছরের শিশু কন্যা। এতেই ঘটে বড় ধরনের দুর্ঘটনা। গলা আটকে তাৎক্ষণিক মায়ের মৃত্যু! জানা গেছে, নিহত ওই নারীর গলা জানালার মাঝখানের কাচে চাপা পড়েছিল।
২১ বছর বয়সী জুলিয়া শার্কো'র জন্মদিন ছিল সেদিন। গাড়িটির জানালার অর্ধেক খুলে রাখা ছিল। ফাঁকা স্থান দিয়েই তিনি মেয়েকে গাড়ি থেকে বের করার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে শিশুটি ভুলবশত: স্যুইচে চাপ দিলে এই ঘটনা ঘটে।
ইউরোপের দেশ বেলারুশের জাবিঙ্কার পুলিশ বলছে, শিশুটি জানালা বন্ধের স্যুইচ টিপে দিলে শ্বাস বন্ধ হয়ে যায় জুলিয়ার। ওই ঘটনার কিছুক্ষণ পরই জুলিয়ার স্বামী ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে জুলিয়া অচেতন হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তিনি জানালাটি খুলে দেন। কিন্তু জুলিয়ার নিথর দেহে আর সাড়া মেলেনি। ওই সময়ই জরুরি ভিত্তিতে জুলিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে আটদিন ধরে চিকিৎসা চলে জুলিয়ার।
চিকিৎসকরা বলছেন, জুলিয়ার মস্তিষ্ক বিকল হয়ে গিয়েছিল। ফলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, নিজের জন্মদিন উদযাপনের জন্য গ্রামে গিয়েছিলেন ওই নারী। ঘটনার সময় কেবল তার মেয়ে ছিল সঙ্গে। গত ৩১ আগস্ট বিকেল সাড়ে ৪টায় ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তারপর তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছিল।