সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাছের চারা খাওয়ার অপরাধে ছাগল গ্রেফতার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

একটি এনজিও-র লাগানো চারাগাছ খেয়ে ফেলার অপরাধে দুটি ছাগলকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মালিকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা নেওয়ার পর পুলিশের হেফাজত থেকে তাদের ছেড়ে দেয়া হয়। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার করিমনগর জেলার হুজুরাবাদ টাউনে।

 ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় জানায়, হুজুরাবাদের পুলিশ অফিসার ভাসামশেট্টি মাধবী জানিয়েছেন, একটি এনজিও সেভ দ্য ট্রিজ ক্যাম্পেন চলাকালীন ওই ছাগল দুটিকে ধরে থানায় নিয়ে আসে। তারা অভিযোগ করেছেন, ছাগলরা প্রায় ১৫০টি চারাগাছ খেয়ে নিয়েছে। সেগুলি লাগানো হয়েছিল হুজুরাবাদ সরকারি হাসপাতালের প্রাঙ্গনে।

 

ছাগল দুটিকে পিলারের সঙ্গে বেঁধে রেখে ছাগলদের মালিক দোরনাকোন্ডা রাজাইয়াহকে খবর দেওয়া হয়। বুধবার তিনি থানায় এলে তার কাছ থেকে ১০০০ টাকা জরিমানা নেওয়া হয়। এর পর ছাগল দুটিকে ছেড়ে দেয়া হয়।

যদিও পুলিশের বক্তব্য, এটা ঠিক গ্রেফতার করা নয়। পুলিশ কোনও অভিযোগ দায়েরও করেনি। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী পশু-পাখির বিরুদ্ধে কোনও মামলা দায়েরের এক্তিয়ার নেই। মালিককে পুলিশ সাবধান করেছে যে, যাতে ফের এ ধরনের ঘটনা না ঘটে।